বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঅবশেষে পাবনার ঈশ্বরদী থানায় শিশু ধর্ষণ চেষ্টার মামলাটি নথিভুক্ত

অবশেষে পাবনার ঈশ্বরদী থানায় শিশু ধর্ষণ চেষ্টার মামলাটি নথিভুক্ত

কামাল সিদ্দিকী: পাবনায় ৬১ বছরের এক বৃদ্ধ কর্তৃক তৃতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টার মামলা অবশেষে শুক্রবার রাতে নথিভূক্ত হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে শিশুর পরিবারকে বিগত দু’দিন ধরে প্রভাবশালী মহল হুমকি- ধামকি দিচ্ছিলো। পাশাপাশি আর মিমাংসার চেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু সকল প্রচেষ্টার মধ্যেই শুক্রবার রাতে থানায় ধর্ষণ চেষ্টার মামলাটি নথিভুকরা হয়। মামলা নং-৭৯। মামলাটি দায়ের করেন শিশুর বাবা জহুরুল আলী। ঘটনাস্থল ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী (মাথালপাড়া) গ্রাম। এ ঘটনায় বৃহস্পতিবার ঈশ্বরদী হাসপাতালে শিশুর ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন হয়।
মামলার এজাহার, প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গত ৩০ মে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রতিবেশি মৃত জব্বার আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে আবেদ আলী মাষ্টার (৬১) বাদী জহুরুলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির সকলে পাশের লিচু বাগানে লিচু ভাঙ্গার কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে বৃদ্ধ নরপশু আবেদ মাষ্টার চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে বিবস্ত্র করে ধর্ষণের প্রচেষ্টা চালায়। এ সময় শিশুটির মা ও মামী বাড়িতে পানি নিতে আসলে মেয়ের গোংরানির শব্দ শুনে ঘরের মধ্যে গিয়ে আবেদ মাষ্টারকে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু আবেদ মাষ্টার সুকৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনা ধামা চাপা দিতে শিশুর পরিবারকে হুমকি,ধামকি দিতে থাকে। একই সাথে এলাকার কতিপয় প্রভাবশালী মহল বিষয়টি মিমাংসা করার জন্য গত শুক্রবার এক শালিস বৈঠকও বসানোর চেষ্টা করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন বয়স্ক মানুষ এভাবে শিশুকে ধর্ষণের চেষ্টা করতে পারে, তা ভাবতে কষ্ট হয়। আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments