শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে সড়ক সংস্কার কাজে অনিয়ম

রায়পুরে সড়ক সংস্কার কাজে অনিয়ম

তাবারাক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে সংশ্লিষ্ট বিভাগের তদারকি না থাকায় অনিয়মের মাধ্যমে গ্রামীন সড়কে নিম্নমানের কংকর ও ইট দিয়ে ৬০ লাখ টাকার সংস্কার কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। কাজের সময় উপজেলা এলজিইডি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত না থাকায় এ অনিয়ম হচ্ছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়। বুধবার (১২ জুন) সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসাবাড়ী বাজার সংলগ্ন কালু পাটওয়ারী সড়ক প্রায় ৬০ লাখ টাকা টেন্ডারের বিনিময় ৯০০ ফুট সংস্কারের কাজ পান লক্ষ্মীপুর সদরের নেহাল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ঠিকাদার বিল্লাল কাজী। গত দুই সপ্তাহ আগে থেকে ঠিকাদার তার কাজ শুরু করেন। এতে পূরনো ইট ও কংকর দিয়ে সংস্কার কাজ করছেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলী ওই সড়কের তত্বাবধানকারী অফিসার সার্ভেয়ারকে দিয়ে সরেজমিনে পরিদর্শন করান এবং অনিয়ম করে সংস্কার কাজ করা যাবে না মর্মে সতর্ক করে দেন ঠিকাদারকে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নেহাল ট্রেডার্সের মালিক বিল্লাল কাজী মোবাইল ফোনে বলেন, সড়ক সংস্কার কাজ করতে গেলে একটু অনিয়ম হবে। পরে এগুলো ঠিক করে নেব। এ রিপোর্ট লেখার কোন দরকার নেই। আমি একটু ব্যস্ত আছি। রায়পুরে আসলে এলজিইডি অফিসের সার্ভেয়ারের সাথে কথা বলে আপনাকে চা-পানির জন্য কিছু দেওয়া হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন মোবাইল ফোনে জানান, নি¤œ মানের কংকর দিয়ে সড়ক সংস্কার কাজ করার সুযোগ নেই। সঠিকভাবে ভালো কংকর দিয়ে সংস্কার কাজ করার জন্য সার্ভেয়ারের মাধ্যমে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments