শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও আল্টিমেটাম

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও আল্টিমেটাম

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে ১৫৪ জন অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকের নিয়োগের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় বিক্ষোভ প্রদর্শনসহ সমাবেশ করেছে আন্দোলনকারি শ্রমিকরা। আন্দোলনকারিদের সংগঠন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে বড়পুকুরিয়া বাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে শ্রমিকরা তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে লাল ঝান্ডা হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকসহ এলাকা প্রদক্ষিণ করে। শেষে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এসএম নূরুজ্জামান জামান। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, মো. জিন্নাহ, মঞ্জুরুল হক প্রমুখ শ্রমিক। সমাবেশে সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, দীর্ঘ দুই বছর থেকে নিয়মতান্ত্রিকভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের দক্ষ ও অভিজ্ঞ ১৫৪জন শ্রমিককে নিয়োগের জন্য আবেদন-নিবেদনসহ আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। কর্তৃপক্ষ শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে চলেছেন। বাস্তবায়নের জন্য দৃশ্যমান কিছুই করছেন না। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করে দক্ষতা অর্জনসহ অভিজ্ঞ হয়েও বাড়িতে বেকার অবস্থায় পড়ে থাকায় তারা তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোন পথ তাদের খোলা নেই। এ সময় সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ১৫৪ জন শ্রমিকের নিয়োগের ব্যবস্থা করা না হলে ১জুলাই মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির কারণে বিদ্যুৎ কেন্দ্রের কোন প্রকার উন্নয়ন ও উৎপাদন কাজ ব্যহত হলে এর দায়দায়িত্ব কর্তৃপক্ষকে বহন করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments