শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী হরিজনদের মাসিক ভাতা ৫হাজার টাকা করার দাবিতে...

রংপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী হরিজনদের মাসিক ভাতা ৫হাজার টাকা করার দাবিতে মিছিল সমাবেশ

জয়নাল আবেদীন: বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করার দাবীতে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন অধিকার আদায় সংগঠন। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কাচারী বাজার এলাকায় দিয়ে সমাবেশ করে। হরিজন অধিকার আদায় সংগঠনের জেলা আহবায়ক সুরেশ বাসফোর সভাপতিত্বে ও সাজু বাসফোরের পরিচালনায় বক্তব্য রাখেন হরিজন অধিকার আদায় সংগঠনের সদস্য শাকিল, সুজন, উন্ধা পুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু। বক্তারা বলেন, আমরা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, শহরের সমস্ত রাস্তা-ঘাট, অফিস-আদালত, ময়লা-আবর্জনা পরিষ্কার করি। কিন্তু আজ আমরা বেঁচে থাকার ন্যুনতম অধিকার থেকে বঞ্চিত। শেষ বয়সে আর শরীরে শক্তি থাকে না তখন খুবই দূর্দশায় কাটে আমাদের জীবন। অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে অল্প বয়সে অনেকে মারা যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের লোকজন। তারা বিধবা স্ত্রী সন্তানদের নিয়ে অত্যন্ত বিপদে পড়ে যায়। এই বয়স্ক এবং বিধবাদের জন্য বেঁচে থাকার ন্যূনতম আয়োজন করা দরকার রাষ্ট্রের। বক্তারা বলেন, বয়স্ক হরিজনদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা প্রদান, হরিজন শিক্ষার্থীদের অর্থসহায়তা। উপবৃত্তির ব্যবস্থা করার দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments