বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনী ও হৃদরোগীদের মাঝে অনুদানের চেক বিতরন

লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনী ও হৃদরোগীদের মাঝে অনুদানের চেক বিতরন

মো: রবিউল ইসলাম: ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, ও জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরনী অনুষ্ঠান ২ জুলাই (মঙ্গলবার) সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল বাশার বশির প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও নিহতদের স্বজনদের মাঝে অনুদানের চেক বিতরন করেন। জেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১৩১ জনের মাঝে মোট ৬৫ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments