বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপুলিশের চাকরিতে প্রতারকদের অপতৎপরতা রোধে দিনাজপুর পুলিশ সুপারের লিফলেট বিতরণ

পুলিশের চাকরিতে প্রতারকদের অপতৎপরতা রোধে দিনাজপুর পুলিশ সুপারের লিফলেট বিতরণ

অমর চাঁদ গুপ্ত অপু: আগামী ৩ জুলাই বুধবার দিনাজপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পক্রিয়াকে স্বচ্ছসহ মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে সম্পন্ন করা হবে এমন তথ্য উল্লেখ করে দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম -এর পক্ষে গতকাল মঙ্গলবার দিনাজপুর শহরজুড়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বিলিকৃত লিফলেটে বলা হয়েছে প্রতারক, দালাল চক্র অথবা অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারিরা কোন প্রকার অবৈধ কাজে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপারের লিখিত এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নীত প্রাপ্ত) মো. মতিয়ার রহমান দিনাজপুর শহরের বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, দোকান পাট, অফিস-আদালত, রিকশা-অটো চালকদের মাঝে এ বিতরণ করেন। লিফলেট বিতরণকালে অতিরিক্তি পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নীত প্রাপ্ত) মো. মতিয়ার রহমান বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যাদের মেধা ও যোগ্যতা রয়েছে তাদেরকেই নিয়োগ দেয়া হবে। কোন তদবির চলবে না। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুসরণ করেই ৩ জুলাই বুধবার দিনাজপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এ সময় লিফলেট বিতরণকালে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. সালাউদ্দীন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেদওয়ানুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments