শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপরাণডারে আতে লইয়া এই পোলডা পার অই-পইরগা গেলেতো শ্যাষ!

পরাণডারে আতে লইয়া এই পোলডা পার অই-পইরগা গেলেতো শ্যাষ!

অতুল পাল: “পরাণডারে আতে লইয়া এই পোলডা পার অই-পইরগা গেলেতো শ্যাষ! ছারেরা কয়বার আইয়া দ্যাখলো ! কোন কাম অইল না”। (“প্রাণ হাতে নিয়ে ব্রিজ পার হই, পরে গেলেতো শেষ, স্যারেরা কতবারই এসে দেখে গেলো কিন্তু কাজ হলো না”)। মলিন মুখে এমনই প্রাণঘাতি আশংকার কথাগুলো বলছিল কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। তাদের হাজারো দুঃখের কথা কেবল মাত্র একটি ব্রিজ নিয়ে। ওই ব্রিজটি পারাপারে তাদের পরাণ হাতে নিতে হচ্ছে। কেবল শিশু শিক্ষার্থীই নয়, মাধ্যমিক ও কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ এলাকার আবাল-বৃদ্ধ সকলের কাছেই যেন ব্রিজটি এখন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে। স্থানীয় মেম্বর, চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সর্বপরি উপজেলা প্রকৌশলীও কয়েকবার ওই ব্রিজটি পরিদর্শন করে দ্রুত মেরামত কিংবা নতুন করে নির্মাণের ওয়াদা দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, উপজেলার কালাইয়া ইউপির কর্পূরকাঠী বাজার (বগি বাজার) সংলগ্ন বগি বাজার-বাশবাড়িয়া খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন পর্যন্ত চলাচলের অনুপযোগি হয়ে পড়ে রয়েছে। ব্রিজটির অনেকাংশেই স্লাব নেই। যার কারণে ব্রিজটির মাঝের কিংবা পাশের বিম দিয়ে জীবণের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশুরা পারাপার হচ্ছে। কোন কোন ক্ষেত্রে বড়রা তাদেরকে সাহায্য করছেন। ব্রিজ সংলগ্ন পশ্চিম পাড়ে বগি অংশে কর্পূরকাঠী বাজার, একটি প্রাথমিক, একটি মাধ্যমিক, একটি নৈশ (মাধ্যমিক) বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাশবাড়িয়া এলাকা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী দৈনন্দিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হয়ে আসা যাওয়া করছে। বৃষ্টির মৌসুমে ব্রিজটি পারাপার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া কর্পূরকাঠী বাজারটিতে সপ্তাহে দুই দিন হাট বসে। বাশবাড়িয়া অংশ থেকে শত শত মানুষ বাজারের উদ্দেশ্যে ওই ব্রিজটি পার হয়ে আসতে হচ্ছে। এছাড়া বাশবাড়িয়ার কালাইয়া ও বাউফল কলেজে পড়–য়া বহু শিক্ষার্থীরা ওই ব্রিজটি পার হয়ে আসতে হচ্ছে। কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ জানালেন, স্থানীয় জন প্রতিনিধিগণ সহ উপজেলা প্রকৌশলী একাধিকবার ব্রিজটি পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রধান শিক্ষক আরো জানান, ব্রিজটির অপরপারের অংশ বাশবাড়িয়া থেকে তার বিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী আসা যাওয়া করছে। এলাকার সাবেক মেম্বর মোয়াজ্জেম হোসেন বাদল জানান, জনগুরুত্বপূর্ণ ব্রিজটি মেরামতের জন্য বহুদিন ধরে বিভিন্ন পর্যায়ে তদবির করা হচ্ছে কিন্তু বাস্তবায়ন নেই। চলাচলের অনুপযোগি ব্রিজটির কারণে কর্পূরকাঠী বাজার গুরুত্ব হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপরপারের শিক্ষার্থীদের হাজিরা কমে যাচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, অন্যান্য কাজ পরিদর্শনে গিয়ে ওই ব্রিজটিও একাধিকবার দেখা হয়েছে। ব্রিজটি পূণনির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments