শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাদাতা সংস্থাগুলো স্থানীয় এনজিও গুলোর জন্য দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না

দাতা সংস্থাগুলো স্থানীয় এনজিও গুলোর জন্য দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না

জয়নাল আবেদীন: দাতা সংস্থাগুলো স্থানীয় এনজিও গুলোর জন্য দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে বৃহস্পতিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন বাংলাদেশ সিএসও-এনজিও রংপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতিসংঘ, আন্তর্জাতিক দাতা সংস্থা, আইএনজিওসহ অপর দাতা সংস্থা গুলো গ্রান্ড বারগেইন ও চাটার ফর চেঞ্জ চুক্তির আলোকে প্রতিশ্রুতি ব্যক্ত করে সুনির্দষ্ট নীতিমালার ভিত্তিতে স্থানীয় এনজিও গুলোকে সরসরি তহবিল বরাদ্দ প্রদান করবে। সেই লক্ষে আগামী ৬ জুলাই ঢকা কনভেনশনের মাধ্যমে জাতিসংঘ প্রতিনিধি, আইএনজিও প্রতিনিধি, সরকারের প্রতিনিধি. এনজিও ব্যুরো, জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধি অংশগ্রহলে স্থানীয় করণ প্রক্রিয়া ত্বরানিত করণে ঢাকা ঘোষণা গ্রহীত হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সমাজকর্মী, মঞ্জুশ্রী সাহাসহ এনজিওর প্রতিনিধিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments