শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাযশোরে ভুয়া এএসপি আটক

যশোরে ভুয়া এএসপি আটক

মোঃ সদরুল কাদির (শাওন): পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর প্রটোকল অফিসার ও এএসপি পরিচয়দানকারী রাকেশ ঘোষ (২৮) নামে এক প্রতারককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।
আটক রাকেশ ঘোষ চৌগাছা উপজেলার রহিলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর শহরের কালেক্টরেটের মধ্যে থেকে তাকে আটক করা হয়।
যশোরের এএসপি রাকিব হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে রাকেশ নামে ওই যুবক এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন অফিসারের কাছে তদবির-তাগাদা করে আসছিল। কোতোয়ালি থানার এসআই সহিদুল আলম একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে রাকেশ ঘোষ যে ভুয়া এএসপি বা আইজিপি মহোদয়ের প্রটোকল অফিসার তা জানতে পারেন। এরপর এসপি সাহেবের সঙ্গে আলোচনা করে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশের কেউ না বলে স্বীকার করেছে। তার পোশাক, আইডি কার্ড, র্যাংকপিন সবাই ভুয়া। খুলনা থেকে সে পুলিশের পোশাক, আইডি কার্ডসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হবে।
সূত্র জানিয়েছে, রাকেশ যশোর এমএম কলেজে লেখাপড়া করতো। বর্তমানে শহরের ঘোপ পিলুখান সড়কের শেফালী বেগমের বাড়িতে ভাড়া থাকে।
রাকেশ জানান, খুলনায় তার এক বন্ধুর ভাই এএসআই। তার কাছ থেকে পোশাক পেয়েছে। এরপর আইডি কার্ড, র্যাংকপিন বাজার থেকে সংগ্রহ করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments