শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে কাঠের ব্রীজ উদ্বোধন

সুন্দরগঞ্জে কাঠের ব্রীজ উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটী তারাপুর মৌজায় তিস্তার শাখা নদীর উপর কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী
ফিতা কেঁটে নব-নির্মিত এ কাঠের ব্রীজের শুভ উদ্বোধন করেন। এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাহী
অফিসার বলেন, ব্রীজটি নির্মানের ফলে সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের চরাঞ্চলসহ পাশর্^বর্তী
কুড়িগ্রাম জেলা সদরসহ জেলার চিলমারী ও উলিপুর উপজেলার হাজার হাজার মানুষের বিচ্ছিন্ন যোগাযোগ
ব্যবস্থায় উন্নয়ন হল। এ জন্য তিনি ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উক্ত
কাঠের ব্রীজের পাশে একটি সোলার প্যানেল স্থাপনের আশ্বাস প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন- ইউপি
চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদস্য আশিকুর রহমান ভোলাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান
আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগত ও স্থানীয় তহবিল থেকে কাঠের ব্রীজটি নির্মাণ করা হয়। এছাড়া এ
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীর দরগাহ্ধসঢ়; ও ঈদগাহ্ধসঢ়; মাঠ সংলগ্ন আরো ২টি কাঠের ব্রীজ নির্মাণের
উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ব্যায় হবে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। ব্রীজ তিনটি নির্মাণের ফলে
সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে চরাঞ্চলসহ পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষের
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথা দুর্ভোগ লাঘব হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments