শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপটুয়াখালীতে ৫০ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

পটুয়াখালীতে ৫০ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

কাজী মামুন: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ানের দক্ষিণ যৌথা পূর্ব আউলিয়াপুরায় ৫০ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ, উপজেলার রণগোপালদীর ৬নং ওয়ার্ডে এঘটনা ঘটে। ৬নং ওয়ার্ডের সরদারবাড়িতে,গত ২-৬-২০১৯ তারিখে রাসেল সরদারের বড় মেয়ে ১ম শ্রেনীর ছাত্রী সাদিয়া (৭) কে আনুমানিক প্রায় ১.৩০ মিনিটের সময় নির্যাতিত শিশুর নিজ বাসাতেই ধর্ষনের চেষ্টা কেরে এক পাষণ্ড,ছোট বোনকে ১০ টাকা দিয়ে- মঝা (বাচ্চাদের হরেক ধরনের খাবার) নিতে বাহিরে পাঠিয়ে দিয়ে বড় বোন শিশু সাদিয়া কে ধর্ষন উদ্দেশ্য চেষ্টা করার মুহুর্তে শিশু সাদিয়ার চিৎকার ও ছোট বনের ফিরে আসায় লম্পট সেলিম পালিয়ে যায়।শিশু দুটির চিৎকার ও ঢাকাঢাকি করতে থাকে কাছাকাছি আত্বীয় বাড়িথেকে মা সালেহা কিছুখনের বিতর ফিরে আসলে মা সালেহা ঘরে প্রবেশ করলে মেয়েকে ব্যাথায় ঢাক চিৎকার করতে দেখলে প্রতিবেশীদের ডাকেন তার শিশুটিকে নির্যাতনে ব্যাথায় চিৎকার করতে দেখতে পেয়ে তারা তাকে মেডিকেলে নিতে বলে, পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারোল হাসপাতালে পেরন করেন।সরজমিনে জানা যায় নির্যাতিতর মা কাছাকাছি আত্বীয়র বাড়িতে দুই মেয়েকে বাড়িতে রেখে গেলে একই এলাকার প্রতিবেশী অটোগাড়ি চালক মোঃ সেলিম (৫০) ১০ টাকা দিয়ে “মঝা” খায়ানোর লোভ দেখিয়ে সাদিয়ার নিজ ঘরেই তাকে ধর্ষনের চেষ্টা করেন,এসময় সাদিয়ার ছোট বন এসে পরায় ধর্ষক সেলিম দ্রুত পালিয়ে যায়।রনগোপালদী ইউনিয়ানের চেয়ারম্যান নাসির সিকদার বলেন বিষয়টি আমি ২/৭/২০১৯ইং তারিখের রাতেই সুনেছি আমি মেম্বার রুবেলকে বলেছি, শিশুটি বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে আছে হাসোতাল রিপোর্ট বের হলে আমরা এটা দেখবো।এ বিষয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল প্রতিবেদককে বলেন বিষয়টি আমি সুনেছি আমি ধর্ষক সেলিমকে খবর দিয়েছি সে এখন প্রযন্ত দেখা করেনি,তবে মেডিকেল রিপোর্ট বের হলে আমরা অবস্যই ব্যাবস্থা নিবো।বর্তমানে শিশুর পরিবারকে লম্পট সেলিম বিভিন্ন প্রকারে হুমকি দিয়ে আসছে যাতে করে কোর্ট ও পুলিশকে কোন অভিযোগ না করে, ধর্ষক সেলিম ও তার সাংঘ পাংগোরা বলে দাবি করছেন বিকটিম পরিবার।এদিকে আজ ৬/৭/২০১৯ইং এবিষয় দশমিনা উপজেলা থানার অফিসার ইন্চার্জ মুঠফোনে প্রতিবেদককে বলেন আমি এবিষয়টি শুনেছি তবে এখন প্রযন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেননি অভিযোগ করলে আমরা ব্যাবস্থা নিবো।সাধারণ জনোগন ও স্থানীয়াদের ভিতর ব্যাপক আলোচনার ঝড় চলছে,তারা মনে করছেন নির্যাতিত শিশুটির পরিবার অস্বচ্ছল ও গরিব হওয়াতে এক শ্রেনীর খারাপ চরিত্রের মানুষের হুমকি ও চাপের মুখে সঠিক বিচার মনে হয় থমকে যাবে।শিশুটি হয়তো পাবেনা তার সঠিক বিচার, পার পেয়ে যাবে সমাজের ভাইরাস ও কিট গুলো যারা একটু একটু করে গোটা সমাজকে কুড়ে কুড়ে সেষ করেফেলছে এক সময় ভেড়ে যাবে সমাজে অন্যায় ও আভিচার।স্থানীয় ও নির্যাতিতদের দাবি দেশের চলমান আইন যাতে লম্পট সেলিমের সঠিক বিচার করেন এবং নির্যাতিত পরিবারের পাশে থেকে সঠিক বিচার যাতে করেন, আর কোন লম্পট এরকম ঘৃণিত কাজ করতে সাহস না পায়।

এরিপোর্ট লেখা প্রযন্ত কোন মামলা করা হয়নি বলে জানিয়েছেন শিশুটির পরিবার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments