শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় চার ইউনিয়নে নেই কোন কাজ, কাজের সন্ধানে দিনমজুরেরা দল বেধে ছাড়ছে...

উল্লাপাড়ায় চার ইউনিয়নে নেই কোন কাজ, কাজের সন্ধানে দিনমজুরেরা দল বেধে ছাড়ছে বাড়ী

সাহারুল হক সাচ্চু: এখন মাঠের পর মাঠ পতিত অবস্থায় রয়েছে। আবাদী মাঠে কোন কাজ নেই। অনেক সাধারণ পরিবারের পুরুষেরা গ্রাম ছাড়ছে। এরা কাজ করতে দল বেধে বাড়ী ছেড়ে যাচ্ছে। এদের বেশি জনই গ্রামের দিনমজুর। উল্লাপাড়ার চারটি ইউনিয়নের প্রায় সব গ্রাম থেকেই কম বেশি কাজের জন্য অন্য এলাকায় যাচ্ছে। এদিকে কাজ না থাকায় গ্রামগুলোর অনেকেই আলসেমি অবসরে দিন পার করছে। বর্ষকালে প্রতি বছরেই দিনমজুরেরা এভাবেই যায়। এবারেও যাচ্ছে। পশ্চিমাঞ্চলের নদী নালায় বন্যার পানি বাড়ছে। নিচু মাঠে পানি উঠতে শুরু করেছে। উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের ইউনিয়ন চারটি হলো- উধুনিয়া, বড়পাঙ্গাসী, মোহনপুর ও বাঙ্গালা। এ চারটি ইউনিয়ন এলাকার আবাদী মাঠগুলো ইরি-ধান ফসল কাটার পর থেকেই পতিত পড়ে আছে। বর্ষাকালের শুরু চলতি আষাঢ় থেকে টানা মাস পাচেক সময় ইউনিয়ন চারটি মাঠগুলোয় কোন কাজ থাকে না। কারণ স্বাভাবিক বন্যাতেই সব এলাকা পানিতে তলিয়ে থাকে। স্থানী কৃষি অফিসের তথ্যে, ইউনিয়ন চারটি ৮ হাজার ২০ হেক্টর পরিমাণ আবাদী জমি বন্যার পানিতে ডুবে থাকে। এর মধ্যে উধুনিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি ৩ হাজার ৩শ ২০ হেক্টর ও মোহনপুরে ২৭শ হেক্টর বন্যার পানিে তলিয়ে থাকে। এ চারটি ইউনিয়নের সব গ্রামেই বহু সংখ্যক দিন আয়ের পরিবারের বসবাস রয়েছে। এ সব পরিবারের পুরুষেরা মুলত কৃষি কাজেই তাদের মজুরী বেচে থাকে। নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত বহু কৃষি পরিবারের বসবাস গ্রামগুলোয় আছে। এ সব পরিবারের লোকজন নিজেদের জমিতে কৃষি কাজের পাশাপাশি অন্য কাজে মজুরী বেচে থাকে। এখন কাজ নেই। তাই সাধারণ দিন মজুর ও অনেক কৃষি পরিবারের পুরুষেরা কাজের জন্য অন্য এলাকায় যাচ্ছে। এরা গ্রাম থেকেই পাচ-সাত জনের দল বেধে গ্রাম ছাড়ছে। জানা যায় এরা ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষি কাজ, ইট ভাটায় ও নদীতে বালু ট্রলারে কাজে যাচ্ছে। প্রতি বছরে এমন চিত্র এবারও দেখা মিলেছে। কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে আসা বেশ ক’জন দিনমজুর জানান, মুজুরীর টাকাতেই তাদের সংসার চলে এলাকায় কাজ না থাকায় কেউ আর মজুরীতে নিচ্ছে না। তাদের এখন আর চাহিদা নেই। তাই কাজের জন্য অন্য এলাকায় যাচ্ছে। উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামের মোঃ রতন মিয়া জানান, তার গ্রাম এলাকা থেকে প্রতি বছরই বর্ষাকালে অন্য এলাকায় কাজের জন্য অনেকেই যায়। এবারেও গেছে। বড়পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন জানান, তার ইউনিয়ন এলাকার মাঠ ঘাট বর্ষাকালে তলিয়ে থাকায় কোন কাজ থাকে না। গ্রামগুলোর দিন আয়ের অর্থাৎ দিন মজুরী করে সংসার চালায় এমন পরিবারগুলো পুরুষেরা প্রতি বছরের মতো এবারও কাজে অন্য এলাকায় গেছে। এখনও যাচ্ছে। এ ছাড়া গ্রামগুলোর কিছু সংখ্যক দিন আয়ের পরিবারের পুরুষেরা গ্রামে থেকেই বর্ষাকালে বিল পাথার থেকে মাছ ধরে সংসার চালায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments