শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস এর ভূমি দখল প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটে মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস এর ভূমি দখল প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী এ্যান্ড ম্যাটসের লিজকৃত জমি জোরপূর্বক অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারণলিপি প্রদান করেছে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মঙ্গলবার সকালে চিত্রারোডে প্রতিষ্ঠানের সামনে ও পরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিবের মাধ্যমে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর স্মারকলিপি দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী এ্যান্ড ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এ.কে.এম মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ ডাঃ খালিদ বিন শরীফ, পরিচালক প্রফেসর এ.কে.এম আব্দুর রশিদ, পরিচালক ডাঃ এম.আই হাসান। স্মারকলিপির মাধ্যমে সরকারের প্রতি অহবান জানিয়ে বক্তারা বলেন, একের পর এক রেলওয়ের বিভিন্ন জমি জবর-দখল করে আরসিসি পিলার দিয়ে ছোট ছোট শতশত ঘর বানিয়ে পজিশন হস্তান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই এলাকার মোজাম্মেল হক, এহসানসহ আরো ভূমিদস্যুরা এবং আমাদের লিজকৃত জায়গাও দখল করার চেষ্ঠা করছে। তাই তারা এই সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে ভূমিদস্যুদের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, ২০১৮ সালের জুন পর্যন্ত রেলওয়ের লাইসেন্স ফি পরিশোধ থাকা সত্বেও ১৯/১০/১৭ সালে রেলওয়ে আহবানকৃত টেন্ডার-এ প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভেতরে রেলওয়ের মাঠ পর্যায়ের কানুনগ ও ট্যাক্ধসঢ়;্র ভ্যাট আদায়কারীদের সাথে যোগসাজ করে কিছু অংশ ওই টেন্ডারে অন্তর্ভুক্ত করে। রেলওয়ের নিয়ম অনুয়ায়ী টেন্ডারের বিষয়টি প্রচারের জন্য মাইকিং করা বা নোটিশ প্রদান করা হয়নি। লাইসেন্স ফি প্রদানের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই টেন্ডার আহবানকে চ্যালেন্ধসঢ়;জ করে প্রতিষ্ঠানটি রেলওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় রেলগেইটের ছানাঘরের স্বত্বাধীকারী ১.মোজাম্মেল হক ও ২. এহসান পিতা মোজাম্মেল হক গং অবকাঠামো নির্মানের প্রচেষ্টা চালায়। রাতের আধারে তারা সীসানা প্রাচীরের কিছু অংশ ভেংগে ফেলে। এসবের প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। প্রতিষ্ঠানটি তার কলেবর বৃদ্ধির জন্য কৃষি ও ফাঁকা জায়গায় আরো ভবন নির্মানের পরিকল্পনায় রেলওয়ের ভুমি বিভাগের কাছে আবেদনও করে কিন্তু মোজাম্মেল হক গং যোগসাজস করে রেলওয়ের মাঠ পর্যায়ের কর্মচারীদের ভুল বুঝিয়ে জমিটি লিজ নেয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে। ইতোমধ্যেই দশম ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। ফলাফলে পর পর তিন বার জাতীয়ভাবে ১ম সারিতে অবস্থান করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments