শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসের দরপত্রে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসের দরপত্রে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তরের ১২ কোটি টাকার দরপত্রে অনিয়মের সত্যতা পেয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ জুলাই) জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিসে অভিযান পরিচালনা করে এ অনিয়মের সত্যতা পায় দুদক। দুদক নোয়াখালী অফিসের সহকারি পরিচালক সোবেল আহমেদ বলেন, ১২ কোটি টাকার ব্রীজ ও কালভার্ট দরপত্র বিক্রি ও কাজ ভাগবাটোয়ারা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনিয়মের বিষয়টি জেনেছি। সেই সূত্র ধরে জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসে অভিযান পরিচালনা করে বিষয়টি সত্যতা পাওয়া যায়। টেন্ডারটি বাতিলের জন্য দূর্নীতি দমন কমিশনে সুপারিশ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ব্রীজ ও কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ঠিকাদাররা দরপত্র ক্রয় করতে পারেনি । দরপত্র ক্রয়ে বঞ্চিত হওয়া ঠিকাদারেরা অভিযোগ করেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার যোগসাজসে ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী মহল ১২ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments