শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে যমুনায় ভাঙন ঠেকাতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের জিওব্যাগ

ভূঞাপুরে যমুনায় ভাঙন ঠেকাতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের জিওব্যাগ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে ভাঙন ঠেকাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের জিও ব্যাগ। ব্যাগে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভর্তি করে ভাঙন কবলিত এলাকায় ফেলা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নদী ভাঙন কবলিত এলাকার মানুষ।

জানা যায়, গত ১৫ দিন ধরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। এ ভাঙনে ইতোমধ্যে শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এতে ৩টি প্রাথমিক বিদ্যালয় , একটি মসজিদ, কয়েকশত বছরের পুরোনো কালীমন্দির, আধা-পাকা ঘরবাড়িসহ শতাধিক পরিবার ভাঙনের কবলে রয়েছে।

এদিকে, ভাঙন ঠেকাতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১ কিলোমিটার ভাঙন কবলিত এলাকার মধ্যে মাত্র ৭৫ মিটার এলাকায় ভাঙনরোধে অর্ধ কোটি টাকার প্রকল্পে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে।

এতে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীতে জিও ব্যাগ ডাম্পিং করছে । এদিকে বালুর পরিবর্তে পলি দোঁআশ মাটি দিয়ে ভর্তি করা জিও ব্যাগগুলো নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

এছাড়া ভাঙন কবলিত ভুক্তভোগীদের অভিযোগ, নদীতে যেসব জিও ব্যাগ ফেলা হচ্ছে তা অতি নিম্নমানের। যেখানে বালুর পরিবর্তে ভিট মাটি দিয়ে ভর্তি করা হয়েছে। এছাড়া ভর্তিকৃত জিও ব্যাগে ঘাস দেখা গেছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত আল আমিন হোসেন জানান, কিছু কিছু জিও ব্যাগে ভিট মাটি পাওয়া গেছে। সেগুলো পরিবর্তন করা হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এসিস্ট্যান্ট আব্দুল লতিফ জানান, কিছু জিও ব্যাগে মাটি ও ঘাস পাওয়া কথা স্বীকার করে বলেন, সেগুলো পরিবর্তনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মফিদুল ইসলাম বলেন, ‘সঠিক জিও ব্যাগেই বালু ভর্তি করে ভাঙন এলাকায় ডাম্পিং হচ্ছে । কিছু জিও ব্যাগে একটু আট্টু সমস্যা আছে সেগুলো পরিবর্তন করা হয়েছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, জিও ব্যাগ বালু দিয়ে ভর্তি করেই ভাঙন এলাকায় ফেলার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। যেখানে জিও ব্যাগ ফেলার হচ্ছে সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সার্বোক্ষণিক দেখাশোনা করছেন। প্রসঙ্গত, এলাকাবাসীর দাবি অতি শীঘ্রই যেন স্থায়ী বেড়ীবাঁধ দেয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments