শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় রেল পথের হাটখোলা লেভেল ক্রসিংয়ে গেট ব্যবস্থার দাবী

উল্লাপাড়ায় রেল পথের হাটখোলা লেভেল ক্রসিংয়ে গেট ব্যবস্থার দাবী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল সোমবার রেল পথে দুর্ঘটনার পর থেকেই ঢাকা-ঈশ্বরদী রেল পথের সলপ রেল ষ্টেশনের কাছাকাছি বেতকান্দি হাটখোলা ঢালু লেভেল ক্রসিংয়ে রেল বিভাগ থেকে স্থায়ী গেট ব্যবস্থার দাবী জোড়ালো হয়ে উঠেছে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে এ দাবী দেখা দিয়েছে। এদিকে রেল বিভাগ থেকে আজ মঙ্গলবার হাট খোলা ঢালু এলাকায় রেল পথের ধারের গাছ গাছালি কেটে ফেলা ও একটি বাশের গেট নির্মাণ করা হয়েছে। উল্লাপাড়া থেকে জেলা সদর মুখী পাকা সড়কটিতে রেল বিভাগ থেকে হাটখোলা লেভেল ক্রসিংয়ে কোন গেট কিংবা গেট ম্যান নিয়োগ দেওয়া নেই। এ লেভেল ক্রসিং এলাকায় রেল পথের উভয় দিকে সড়ক পথে একাধিক বাক রয়েছে। এ ছাড়া রেল পথে গাছগাছালি ও লেভেল ক্রসিংয়ের কাছাকাছিতেই রেল পথের ধারে রেলের জায়গায় অবৈধ বসতবাড়ী রয়েছে। স্থানীয়দের বক্তব্যে, একারণে বিভিন্ন যান বাহন লেভেল ক্রসিং পারাপার কালে রেল পথে ট্রেন আসা যাওয়া সহজে চোখে পড়ে না। গতকালের মতো এর আগেও লেভেল ক্রসিংটিতে বেশ ক’টি দুর্ঘটনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে রেল পথের ধারের বড় ছোট গাছগাছালি কেটে ফেলা হচ্ছে। এ ছাড়া এক পাশে রেল বিভাগ থেকে অস্থায়ীভাবে বাশ দিয়ে গেট ব্যবস্থা করা হচ্ছে। এলাকার লোকজন লেভেল ক্রসিংয়ে স্থায়ীভাবে গেট নির্মাণ ও গেট ম্যান নিয়োগ দেওয়ার বিষয় দাবী আকারে জানান। এ ছাড়া লেভেল ক্রসিংয়ের পাশেই রেল পথের ধারে অবৈধ দখলে থাকা বসতবাড়ীটির উচ্ছেদের দরকার রয়েছে বলে তারা মনে করছে। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন এ দুর্ঘটনার পর লেভেল ক্রসিংটিতে স্থায়ী গেট ব্যবস্থার দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments