রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeআন্তর্জাতিকইংল্যান্ডে শিশুদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সেক্স এডুকেশন

ইংল্যান্ডে শিশুদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সেক্স এডুকেশন

বাংলাদেশ ডেস্ক: ইংল্যান্ডের স্কুলগুলিতে শিশুদের জন্য সেক্স এডুকেশন নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। লিঙ্গ পরিচয় সম্পর্কে স্কুলে পাঠ দান নিয়ে নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটেনের কর্তৃপক্ষ। বয়সসীমা নির্ধারণ হিসেবে বলা হয়েছে নয় বছরের কম বয়সী শিশুদের এ নিয়মের আওতায় থাকবে। সেক্স এডুকেশন নিয়ে স্কুলের প্রধান শিক্ষকরা ভিন্নমত প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, যৌন শিক্ষা সাধারণত ৬ বছর অবধি প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয় না।

তাছাড়া পিতামাতারা তাদের সন্তানকে প্রত্যাহার করার অধিকার রাখেন এইসব পাঠদান থেকে। পিতামাতাদের সাথে স্কুল খোলামেলাভাবে আলোচনা করে থাকে পাঠদানের বিষয়ে। বয়সভেদে সেক্স এডুকেশন ব্যাপক সমস্যা সৃষ্টি করে তার কোনও প্রমাণ নেই। শিক্ষাক্রম নিয়ে এমন পর্যালোচনা সম্পূর্ণভাবে রাজনৈতিক অনুপ্রাণিত একটি সিদ্ধান্ত।

শিক্ষাক্রম নিয়ে এই পর্যালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক উদ্বেগ প্রকাশ করে বলেছেন শিশুরা ‘অনুপযুক্ত সামগ্রীর’ সংস্পর্শে আসছে যা নিয়ে পর্যালোচনা করা জরুরি। সরকার বিশ্বাস করে যে আরও পরিষ্কার নির্দেশিকা শিক্ষকদের জন্য সহায়ক হবে। যা পিতামাতাকে আশ্বাস প্রদান করবে এবং কোন বয়সে শিক্ষার্থীদের কি শেখানো উচিত তা পরিষ্কার ভাবে নির্ধারণ করবে।
ইংল্যান্ডের স্কুলগুলিতে শিশুদের জন্য সেক্স এডুকেশন এর বিষয়বস্তু কী হবে তা পিতামাতাদের কাছে যুক্তিসঙ্গতভাবে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করতে বাধ্য।

এনিয়ে ব্যাপক সমালোচনার জন্ম হয় অভিভাবক মহলে, এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সাল হতে সেক্স এডুকেশনের ব্যাপারে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে কনজারভেটিভ সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments