রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীর চরাঞ্চল জুড়ে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ

চৌহালীর চরাঞ্চল জুড়ে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ

মারুফা মির্জা: যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল খ্যাত চৌহালী উপজেলার চরাঞ্চল জুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার বিকেলে বিপদ সীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারনে উপজেলার ৭টি ইউনিয়ন এখন পুরোটাই বন্যা আক্রান্ত। পানি বন্দি হয়ে প্রায় ৫০ হাজারের মত মানুষ এখন চড়ম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে সদিয়াচাঁদপুর, উমরপুর, স্থল ও ঘোরজান ইউনিয়নের মানুষেরই দুর্ভোগ বেশি। সদিয়াচাঁদপুরের বিনদহ, বেতিল, আশাননগর, ধুলিয়াবাড়ি, এনায়েতপুর চর, চাঁদপুর সহ আশপাশের পুরো গ্রাম জুড়ে বাড়িতে-বাড়িতে ১ থেকে ৩ ফুট পানি গত ৮ দিন ধরে বিরাজমান। এখানকার কয়েক হাজার মানুষ মাচা করে বসবাস করছে। টিউবয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের চরম সংকট দেখা দিয়েছে। বিনদহ গ্রামের জহুরুল শেখের স্ত্রী পানিবন্দি হুসনে আরা খাতুন জানান, আমরাই বেশি বন্যায় ক্ষতিগ্রস্থ। ৮ দিন ধরে কষ্টে চলছি। এখনো কোন সহায়তা পাইনি। সদিয়াচাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানিয়েছেন, যে বরাদ্ধ পাচ্ছি তা অভাবের তুলনায় খুবই অপ্রতুল। নিজে থেকেও কিনে দিয়ে এখন কুলতে পারছিনা। এদিকে অপ্রতুল ত্রানের কথা স্বীকার করে চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, ৭টি বন্যা দুর্গত ইউনিয়নের জন্য আমরা ৪৩ টন ৩০০ কেজি চাল ও ৪শ প্যাকেট শুকনা খাবার পেয়েছিলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments