বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ২

লক্ষ্মীপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ২

মো: রবিউল ইসলাম: ডেঙ্গু আতঙ্কে ভুগছে লক্ষ্মীপুর। গত দুই দিনে জেলার সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। এরমধ্যে ৩ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, ২ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে শনিবার বিকেলে হাসপাতাল সূত্রে জানা গেছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন এ প্রতিনিধি কে বলেন, ভর্তিকৃত ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা থেকে আগত একজন চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছিল সদর হাসপাতালে জ্বর নিয়ে আসার পর পরীক্ষার পরে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়। ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীরা হলেন, মাহফুজুর রহমান (২৯), কলেজ ছাত্র হৃদয় হোসেন (১৮), মো: ফাহিম (১৯), মাহবুবুর রহমান (৩০) ও রোকেয়া বেগম (৪৫)। এর মধ্যে দুইজনের অবস্থার অবনতি দেখে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments