বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি

পাবনায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি

কামাল সিদ্দিকী: পাবনা জেনারেল হাসপাতালে গত চারদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকায় থাকতেন। আক্রান্ত রোগীরা জানান, ঢাকা থেকে ফেরার পরপরই তারা জ্বরে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হলে রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত এসব রোগীর মধ্যে ছাত্র, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং গামেন্টর্স কর্মি রয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে, পাবনার ঈশ্বরদী উপজেলার দিকসাইল গ্রামের ফরিদ আলী, পাবনা সদর উপজেলা খয়েরসুতির গ্রামের আরিফুজ্জামান, দোগাছি গ্রামের আরিফ শেখ, চর ঘোষপুর চাঁদপুর গ্রামের মিজান প্রামানিক, টেবুনিয়ার আনোয়ার হোসেন, পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার ইমন শেখ, বেড়া করমজা এলাকার আজিজুল হক, চাটমোহর উপজেলার জাবরকোল গ্রামের অন্তর সহ ১২ জন। পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম জানান, আক্রান্ত রোগীদের মধ্যে ১০ জন রোগী ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে ২ জন রোগীকে আমরা পেয়েছি। এ ছাড়া আউটডোরে রোগীর মধ্যে বেশ কিছু আক্রান্ত রোগী আমরা পেয়েছি। তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, আক্রান্তরা ঢাকা থেকে অসুস্থ হয়ে এসেছেন। যারা ভর্তি আছে তাদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকের উন্নতি হওয়ায় তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments