শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাদুঃস্থদের ভিজিএফের চাল আত্মসাৎ: চেয়ারম্যান পলাতক, আরেক চেয়ারম্যান কারাগারে

দুঃস্থদের ভিজিএফের চাল আত্মসাৎ: চেয়ারম্যান পলাতক, আরেক চেয়ারম্যান কারাগারে

কামাল সিদ্দিকী: ঈদে সরকারের দেওয়া অসহায় গরীব দুঃস্থদের জন্য ভিজিএফের ৭৩ বস্তা চাল চুরির অভিযোগে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন সরদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পিআইও আব্দুল্লাহ আল জাবির। মামলার পর থেকে পুলিশের ভয়ে গ্রেফতার এড়াতে চেয়ারম্যান পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। শনিবার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঈদুল আযহার আগে সরকার দেশের গরীব দুঃস্থদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় উপজেলার একদন্ত ইউনিয়নে ২৩৭০টি কার্ডের বিপরীতে ২০৭ বস্তা চাল দেয়া হয়। গত ১০ আগষ্ট চাল বিতরণের দিন ধার্য্য থাকলেও প্রায় অর্ধেক কার্ডের চাল বিতরণ হয়। পরের দিন আবার বিতরণের সময় দেখা যায় ১৩৪ বস্তা চাল থাকার কথা থাকলেও সেখানে ৭৩ বস্তা চালের কোন হদিস নেই। এ সময় তার উপস্থিতিতে চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে চাল বিক্রির প্রমান পাওয়া গেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে আটঘরিয়া থানায় চেয়ারম্যান ইসমাইল হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশী তদন্তাধীন রয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলেও তারাও আসামী হবেন এবং তাদেরকে শাস্তি পেতে হবে বলেও জানান তিনি। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম মামলার বিষয়ে জানান, চাল চুরির অভিযোগে একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল সরদারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে। তবে তিনি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে পাবনায় গরীবদের চাল আত্মসাতের অভিযোগে আতাইকুলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খম আতিয়ার হোসেন ঈদের আগের দিন থেকে জেলা কারাগারে রয়েছেন। একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন পলাতক থাকার খবরে বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। এসব চেয়ারম্যানদের কারনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে সাধারন মানুষ মনে করেন। এলাকার সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের কাছেই যদি গরীবের হক/মাল নিরাপদ না থাকে তাহলে দেশ চলবে কিভাবে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ সব জনপ্রতিনিধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments