শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ছাগলের অত্যাচার থেকে রেহাই পেতে মাইকিং!

বাউফলে ছাগলের অত্যাচার থেকে রেহাই পেতে মাইকিং!

অতুল পাল: বাউফলের ছাগলের অত্যচার থেকে রেহাই পেতে মাইকিং করা হয়েছে। মাইকিংটি হাসির খোরাক হলেও ছাগলের অত্যাচার থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন ভূক্তভোগিরা। আজ বুধবার উপজেলার বাণিজ্যিক বন্দর কালাইয়া বাজারে স্থানীয় চেয়ারম্যান এই মাইকিং করান। ছাগলের অত্যাচারে অতিষ্ঠ ভূক্তভোগিরা জানান, কালাইয়া বন্দরে প্রায় শতাধিক ছাগল ও ভেড়া উন্মূক্তভাবে পালন করা হচ্ছে। এই ছাগল ও ভেড়ার পাল কাঁচা বাজার, মুদি দোকান, চাউলের দোকানে প্রতিনিয়ত হানা দিয়ে সব্জি, চাউল, ডাল সহ নানা পণ্য খেয়ে ফেলছে। রাতের বেলা কাঁচা বাজারের তরকারি সামগ্রী বস্তাবন্দি করে রেখে ব্যাবসায়িরা বাড়ি চলে গেলে সেই বস্তা ছিঁড়ে কাঁচা মালামাল খেয়ে নষ্ট করে। একইভাবে চাউল, ডাল সহ মুদি দোকানে হানা দিয়ে সেগুলো খেয়ে ফেলে এবং নষ্ট করে। সব্জি বাগান, ফুল বাগান, লাউ-সিমের বাগান খেয়ে শেষ করে ফেলছে। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দিররের বারান্দা এবং মার্কেটগুলোতে রাতে অবস্থান করে সেখানে মূলমূত্র ত্যাগ করে পরিবেশ নোংড়া করে ফেলে। হাট বাজারের যত্রতত্র মূলমূত্র ত্যাগ করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। এছাড়া ছাগল-ভেড়ার পাল রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় পোষ্টার পর্যন্ত খেয়ে সাবার করে দিচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত ছাগল মালিকদের ছাগল ঘর নির্মাণ করে আটকে রেখে ছাগলে পালনের জন্য অনুরোধ করলেও তাদের কর্ণপাত হচ্ছিল না। অবশেষে ব্যাবসায়িসহ ভূক্তভোড়িরা স্থানীয় চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ মনির মোল্লার দ্বারস্থ হলে তিনি বুধবার কালাইয়া বাজারে ছাগল মালিকদের ছাগল আটকে রেখে পালন করার জন্য নির্দেশনা দিয়ে মাইকিং করেন। সরেজমিন বাউফলের সকল হাট-বাজারেই উন্মূক্তভাবে ছাগল পালন করতে দেখা গেছে এবং প্রত্যেক বাজারের ব্যাবসায়িদেরই ছাগলের অত্যাচারের জন্য ক্ষোভ রয়েছে। চেয়ারম্যান এ.এম. ফয়সাল আহমেদ মনির মোল্লাা জানান, ছাগলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই মাইকিং করে মালিকদের ঘর বানিয়ে ছাগল পালনের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments