শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা টেনুর কারাগারে মৃত্যু

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা টেনুর কারাগারে মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলা, গুলি ও বোমাবাজীর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল হাকিম টেনু (৫৫) আজ বৃহস্পতিবার মারা গেছেন। অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে বেলা ১২টার রাজশাহী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাজশাহী কেন্দ্রী কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করে গণমাধ্যম কর্মিদের জানান, কারাগারে থাকাবস্থায় গত ১০ আগষ্ট তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১২ দিকে তিনি মারা গেছেন। উল্লেখ্য ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী ওই মামলায় ৯জনকে মৃত্যুদন্ড, ২৫জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১৩ জনকে দশ বছর করে কারাদন্ড প্রদান করেন। এরা সকলেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। আব্দুল হাকিম টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments