বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় প্রতারনার বিয়ে: ভুয়াকাজীর জেল জরিমানা, প্রতারক স্বামী আটক

সাঁথিয়ায় প্রতারনার বিয়ে: ভুয়াকাজীর জেল জরিমানা, প্রতারক স্বামী আটক

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় প্রতারনা করে বিয়ে দেয়ায় ভুয়াকাজীর ৬মাসের জেল ও ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। থানায় মামলায় কথিত প্রেমিক স্বামীকে আটক করেছে পুলিশ। ভুয়াকাজী আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গী গ্রামের হাজী নবাব আলীর ছেলে রুহুল আমিন। থানাপুলিশ সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের হরিপুর-রতনপুর গ্রামের নুরুজ্জামান মেম্বরের ছেলে রুবেল হোসেন সুকৌশলে একই ইউনিয়নের মাদ্রাসা পড়–য়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আতাইকুলা বাজারের রুহুল আমীন নামে এক ব্যাক্তি কাজী সেজে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে গতবছর ১৮আগষ্ট এফিডেভিডের মাধ্যমে ৯লক্ষ টাকা কাবিনে তাদের দু’জনের বিয়ে দেয়। এক পর্যায়ে ছাত্রীটি কথিত প্রেমিক স্বামী রুবেলের প্রতারনা টের পায়। এরপর নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার আতাইকুলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গোপন সংবাদে ভিত্তিতে ভুয়াকাজী রুহুল ও কথিত প্রেমিক স্বামী রুবেলকে আটক করে। পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালতে ভুয়াকাজী রুহুলকে ৬ মাসের কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেন। অপর দিকে কথিত প্রেমিক স্বামী রুবেলকে আদালতে প্রেরন করা হয়। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রতারনার শিকার মেয়েটি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করছেন। মামলার প্রধান আসামী রুবেলকে আটক করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments