আহসান হাবিব: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে মিথ্যে তথ্যদিয়ে পাসপোর্ট করতে এসে আটক হল সোনা মিয়া ওরফে ফয়সাল (২৫) নামে এক রোহিঙ্গা। গতকাল বুধবার দুপুরে এ রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। সোনা মিয়া নামের ওই রোহিঙ্গা যুবক সীতাকু-ের এনায়েতপুরের মো. ফয়সাল সেজে পাসপোর্ট করতে এসেছিলেন বলে জানা গেছে।
মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ জানান, ওই রোহিঙ্গা ভুয়া কাগজপত্র তৈরি করে বাংলাদেশী সেজে কর্মকর্তাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সরবরাহকৃত রোহিঙ্গাদের ডাটাবেজে থাকা ফিঙ্গার প্রিন্টের সঙ্গে তার ফিঙ্গার প্রিন্ট যাচাই করলে ধরা পড়ে যায় সে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে ফয়সাল নিজোর পরিচয় রোহিঙ্গা বলে স্বীকার করে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ কাছে। তার কাছ থেকে মায়ানমারের নাগরিকত্বের একটি কার্ড পাওয়া গেছে। যার নাম্বার, ১৮৮২০১৯০৫০২১১১৫১১। তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।