মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeসারাবাংলাআবারও হটলাইনে কৃষকের ফোনকল, বাল্যবিয়ে বন্ধ করলেন সাঁথিয়ার ইউএনও

আবারও হটলাইনে কৃষকের ফোনকল, বাল্যবিয়ে বন্ধ করলেন সাঁথিয়ার ইউএনও

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় দুইদিনের ব্যবধানে এক কৃষকের বুদ্ধিমত্তায় ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের তাৎক্ষণিক পদক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল খুশী খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। খুশী উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়ীয়াগদাই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও উপজেলার নাগডেমরা ইউনিয়েেনর খিদিরগ্রামের ইউনুস আলীর মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় তার বিয়ে হওয়ার কথা ছিল। ইউএনও সাঁথিয়া জানান, দুইদিনের ব্যবধানে মঙ্গলবার বিকেলে উপজেলার নাগডেমরা ইউনিয়নের খিদিরগ্রাম থেকে তিনি একজন কৃষকের কাছ থেকে ফোনকল পান। ওই কৃষক হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে তার সাথে কথা বলে জানান, তাদের গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হতে যাচ্ছে। এ খবর পাওয়ার সাথে সাথে ইউএনও পুলিশ ফোর্সসহ তাৎক্ষনিক ব্যবস্থা নেন । প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও বরপক্ষ পালিয়ে যায়। এ সময় খুশী খাতুন নামের ওই ছাত্রী জানায়, তার মতামত উপেক্ষা করে অভিভাবকরা তাকে বিয়ে দিচ্ছিলেন। সে লেখাপড়া করতে চায় বলে জানায়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আইনগত ব্যবস্থা নেয়াসহ বাল্যবিয়ে বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments