রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর পরমানু চিকিৎসা কেন্দ্রটি এ অঞ্চলের গরীব রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয়

রংপুর পরমানু চিকিৎসা কেন্দ্রটি এ অঞ্চলের গরীব রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয়

জয়নাল আবেদীন: সঠিক রোগ নির্ণয়ের জন্য রংপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্স এ অঞ্চলের রোগীদের কাছে আস্থা অর্জন করেছে। নির্ভুল রোগ নির্ণয়ের কারণে প্রতিদিন ভিড় বাড়ছে এই প্রতিষ্টানে। ১৯৮৯ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ৩ তলা বিশিষ্ট ভবনে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (এনমাস) স্থাপিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন পরিচালিত এই প্রতিষ্টানে পরমাণু চিকিৎসা প্রযুক্তি এবং আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে জটিল রোগ নির্ণয় এবং কিছু রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগ নির্নয়ের মধ্যে আছে গলগ্রান্থি পরীক্ষা, অস্থি (হাড়) স্ক্যান, লিভারের স্ক্যান, অস্টিওপোরোসিস,কিডনী পরীক্ষা, বিভিন্ন অঙ্গের আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড হরমোনের রেডিওইম্যুনোএ্যাসে, এফ,টি ও প্রোল্যাকটিন। চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে তেজস্ত্রিয় আয়োডিন-১৩১ এর মাধ্যমে গলগ্রান্থির বিষক্রিয়া এবং ক্যানসারের চিকিৎসা। এছাড়া চোখের টেরিজিয়াম, কর্ণিয়াল আলসার অপারেশনের পর বিটা রেডিয়েশন থেরাপী। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সেবা প্রদান করা হয়। কম খরচে জটিল রোগের সনাক্তকরণ পরীক্ষা এবং ব্যয়বহুল নিদিষ্ট কিছু রোগের চিকিৎসার সুবিধা থাকায় প্রতি বছরে চিকিৎসা প্রত্যাশির রোগির সংখ্যা বৃদ্ধির পাচ্ছে । এছাড়াও জঠিল রোগির রোগ নির্নয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্টানটি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের প্রধান ডা. এবিএম মোবাশ্বের আলম বলেন, কোন জঠিল কিডনী রোগির কোন কিডনী কী পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে অথবা ঠিক ভাবে কাজ করছে কী না এ জন্য কিডনীর রেনোগ্রাম পরীক্ষা করতে হয়। যা পরমাণু চিকিৎসা কেন্দ্রে আইসোটোপ এর

মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়াও বিভিন্ন সার্জন জটিল অপারেশনের আগে হরমোন এবং হাড়ের সুনির্দিষ্ট রোগ নিশ্চিত হওয়ার জন্য তাদের কাছে চিকিৎসা নিতে আসা রোগিদের রোগনির্নয়ের জন্য এখানে পাঠান। বিশেষ করে এ অঞ্চলের গরীব রোগীদের কাছে রংপুর পরমানু চিকিৎসা কেন্দ্রটি অত্যন্ত জনপ্রিয়। রংপুরের ক্যানসার রোগীদের জন্য ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস কেন্দ্রে ক্যান্সার নির্নয় এবং ক্যান্সার রোগিদের পর্যবেক্ষনের জন্য পেট সিন (ঢ়বঃ-ংপধহ) মেশিন স্থাপন সহ আধুনিকায়নের দাবি জানিয়েছে এখানকার সুধি জনেরা। রংপুর অঞ্চলে অনেক ক্যান্সার রোগী আছে। অনেকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। তাদের জন্য পেট সিন (ঢ়বঃ-ংপধহ) মেশিন স্থাপন করা হলে তাদের জীবন ফিরে পাবে বলে তারা। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস সূত্রে জানা গেছে, হত দরিদ্র রোগিদের কথা চিন্তা করে অধিকাংশ রোগ নির্নয় পরীক্ষা এবং চিকিৎসা সেবায় সরকার ভ’র্তকি দিচ্ছে। গলগ্রস্থি পরীক্ষায় (প্যাকেজ) ফি হচ্ছে ১১শ টাকা, অস্থি (হাড়) স্ক্যান পরীক্ষার ফি হচ্ছে ১হাজার টাকা, লিভার স্ক্যান পরীক্ষার ফি হচ্ছে ১ হাজার টাকা। উল্লিখিত পরীক্ষা গুলোতে সরকার নি¤েœ ৪ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়মিত ভূর্তকি দিচ্ছে। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (এনমাস) এর ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ৪ বছরের পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতি অর্থবছরেই চিকিৎসা সেবা প্রত্যাশি রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । ২০১৫-১৬ অর্থবছরে চিকিৎসা সেবা গ্রহণকারি রোগির সংখ্যা হচ্ছে ১৪ হাজার ১৩৩ জন। রোগ পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব অর্জিত হয়েছে ৬৯ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে অত্র কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়েছে ১৭ হাজার ১৩৬ জন। চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৮৮ লাখ ২৮ হাজার ৭শ টাকা । ২০১৭-১৮ অর্থবছরে অত্র কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়েছে ১৮ হাজার ৫৯৬ জন। চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৯৭ লাখ ৯৯ হাজার ৪শ ৫০ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে অত্র কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়েছে ২০ হাজার ১শ ৩৩ জন। চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ৩ শ টাকা । ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর প্রধান পরিচালক ডা.মোরশেদ আলী বলেন, রংপুর বিভাগে রোগিদের আস্থা অর্জনে

এই কেন্দ্রের সকল চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারী নিরলস ভাবে কাজ করছেন। ফলে প্রতি অর্থবছরে সেবা প্রত্যাশি রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন. চর এবং নদী ভাংগন প্রবণ এলাকার মানুষেরা আয়োডিনের অভাবে ব্যাপক হারে থাইয়েরেড জনিত বিভিন্ন রোগে ভুগছেন। এই অবস্থা বেশিদিন চলতে থাকলে অনেকেই গলগ্রন্থি ক্যান্সারে আক্রান্ত হন। অথচ একটু সচেতন হলেই এই মরণব্যাধি ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন। তবে তিনি বলেন, যারা ইতোমধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ক্যান্সার নির্নয় এবং ক্যান্সার রোগিদের পর্যবেক্ষনের জন্য আধুনিক ঢ়বঃ-ংপধহ মেশিন স্থাপনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ডা মোরশেদ আলী বলেন, এটি স্থাপন করা হলে দরিদ্র মানুষের আর্থিক ভাবে ভোগান্তি অনেক কমে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments