রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাপাবনার ফরিদপুরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

কামাল সিদ্দিকী: পাবনার ফরিদপুরে সাথী খাতুন (২০) নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত সাথী খাতুন ফরিদপুর এলাকার টিয়ারপাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার ডেমরা ইউনিয়নের পাচুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে। পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের কারণে এক মাস আগে স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে চলে যান সাথী খাতুন। বুধবার রাতে খাবার খেয়ে ছোট বোন মীম এর সাথে ঘুমিয়েছিলেন তিনি। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা কোনোভাবে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সাথীকে গলা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। গোঙানীর শব্দ শুনে মীম টের পেয়ে চিৎকার দিলে তার বাবা ও প্রতিবেশিরা এগিয়ে গেলেও সাথীকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাথী খাতুনের বাবা আব্দুল মজিদ জানান, চার বছর আগে মিজানুর রহমানের সাথে বিয়ে হয় সাথী খাতুনের। পারিবারিক কলহের কারণে মাঝে মধ্যেই সাথীকে নির্যাতন করতো তার স্বামী। এক মাস আগে বাবার বাড়িতে চলে যান ওই গৃহবধূ। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাথীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি করেন বাবা আব্দুল মজিদ। সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণে যান সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি বলে তিনি জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা সুত্র জানিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments