শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয় ঘুষের ১০লাখ টাকা ও ২২০ ড্রাম চোরাই তেলসহ আটক ১

সোনারগাঁয় ঘুষের ১০লাখ টাকা ও ২২০ ড্রাম চোরাই তেলসহ আটক ১

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর ছয়হিষ্যা এলাকায় অভিযান চালিয়ে ঘুষের ১০লাখ টাকা ও ২২০ ড্রাম চোরাই তেলসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) কাজী শমসের উদ্দিন এ তথ্য জানান। বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এসময় চোরাই তেলের বিষয়টি আইনের আওতায় না আনার জন্য তেল চোর রফিকুল ইসলাম র‌্যাব সদস্যদের ১০লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। পরে ঘুষের টাকাসহ তাকে আটক করে র‌্যাব। উদ্ধারকৃত চোরাই পাম ওয়েলের মূল্য প্রায় ২১লাখ টাকা। আটককৃত রফিকুল সোনারগাঁয়ের ছয়হিষ্যা গ্রামের মৃত আবুল কাসেম সরকারের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‌্যাব-১১ সিও কাজী শমসের উদ্দিন জানান, আটক রফিকুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে পাম ওয়েলসহ অন্যান্য ভোজ্য ও জ্বালানি তেল চোরাই ভাবে বেচাকেনা করছে। এ চোরাই পাম ওয়েল নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো। সোনারগাঁয়ের ছয়হিষ্যা ঘাটে বেশ কয়েকটি চোরাই পাম ওয়েলের সিন্ডিকেট গড়ে উঠেছে। চোরাই পাম ওয়েলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হতো। তিনি আরও জানান, চোরাই তেলকারবারিদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলছে। চোরাই তেল ব্যবসায়ীরা ক্ষমতাসীন দলের হলেও তাদের ছাড় দেওয়া হবে না। মহাসড়কের পাশেও অনেক অবৈধ চোরাই তেলের দোকান রয়েছে। সে গুলোতেও হাইওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments