শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর কাছ থেকে ৯১ হাজার টাকা জরিমানা আদায়

কেন্দুয়ায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর কাছ থেকে ৯১ হাজার টাকা জরিমানা আদায়

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় এক অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর কাছ থেকে ৯১হাজার ১শ ৪৯ টাকা জরিমানা আদায় করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ঘটনাটি উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামে। কেন্দুয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম আক্তারুজ্জামান লসকর জানান, উপজেলার দুরচাপুর গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে আব্দুস ছামাদ খান পল্লী বিদুতের মেইন লাইন থেকে বুকিং এর মাধ্যমে প্রায় নয় মাস ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। ২৮ আগষ্ট রাতে সরেজমিনে গিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের খোঁজ পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, এইভাবে বিদ্যুৎ নিয়ে তিনি মটারের মাধ্যমে পুকুরে পানি দেওয়াসহ ২০/২৫ টি লাইট ব্যবহার করছেন আব্দুস ছামাদ। পরে হুকসহ তার খুলে নিয়ে আসা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তিনি ৩ সেপ্টেম্বর নেত্রকোণা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে জেনারেল ম্যানেজার মুজিবুর রহমানের কাছে জরিমানার ৯১ হাজার ১শ ৪৯ টাকা তুলে দেন। তিনি আরও জানান, কেউ যেন অবৈধভাবে (সাইড লাইন) নিয়ে বিদ্যুৎ ব্যবহার না করেন সেজন্যে দুইদিন ধরে দুইবার মাইকিং করিয়েছি। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments