রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কামাল সিদ্দিকী: পাবনার ঈশ্বরদী থানার চররুপপুর গ্রামের লাবনী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন পাবনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। দীর্ঘ সাক্ষ্য প্রমানাদি শেষে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম আজ বুধবার এই রায় দেন। ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী সাজু বিশ্বাস ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। নিহত লাবনী একই উপজেলার মানিকনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। মামলার নথি সুত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসের ২১ তারিখ রাতে যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাজু তার স্ত্রী লাবনীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পিঠে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর লাবনীর বাবা মন্টু প্রামানিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় সাজুকে আসামী করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার তৎকালীন পুলিশের উপ- পরিদর্শক(এসআই) রোকসানা খাতুন দীর্ঘ তদন্ত শেষে সাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে অভিযুক্ত সাজুকে স্ত্রী হত্যার দায়ে ফাঁসির রায়ে দন্ডিত করেন। রায় ঘোষনার সময় আসামী সাজু আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি পরিচালনা করেন, সরকার পক্ষের আইনজীবি পিপি এডভোকেট আব্দুস ছামাদ রতন ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট সনৎ কুমার ও এডভোকেট আসগারউল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments