শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাহত্যা মামলার আসামীরা জামিনে এসে পুড়িয়ে দিল বাদীর ঘর

হত্যা মামলার আসামীরা জামিনে এসে পুড়িয়ে দিল বাদীর ঘর

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের মাহবুব হত্যা মামলার আসামীরা জামিনে এসেই মামলার বাদির ঘর পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় বাদি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বাদি উল্লেখ করেন, উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদী গ্রামের এছাহাক মিয়া,ব্যবসায়ী মাহবুব মিয়ার কাছ থেকে চাঁদাদাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে এছাহাক মিয়ার ও ফজলুল হক এর নেতৃত্বে হামলা চালিয়ে ওই ব্যবসায়িকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার ১৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করার পর পুলিশ ক’জনকে আটক করে। আসামীরা গতকাল জামিনে পেয়ে এলাকায় এসে এছাহাক মিয়া ও ফজলুল হকের নেতৃত্বে তার ভাই বজলু মিয়া, রূবল মিয়া, মাছুম হোসেন, জাফর মিয়া, কবির হোসেন, মোমেন মিয়া সহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মামলার বাদীর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মামলার বাদী নিহতের চাচাতো ভাই তাহাসিন মিয়া বলেন, আমার ভাই মাহবুব হোসেন হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে গতকাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় আমাদের না পেয়ে আমার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং আমার আতœীয়দের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। সে সময় তারা আমাদের হত্যা করেই ক্ষান্ত হবে বলে উল্লেখ করে। এতে আমরা নিরাপত্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে জানতে চেয়ে এছাহাক মিয়া , হারূন মিয়া ও বজলু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোনারগাঁ থানার ওসি মনিরূজ্জামান বলেন, বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি, আসামীদের গ্রেপ্তার করা জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments