শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় আদালত চত্বরে আইনজীবীসহ দুই আসামীকে তুলে নিয়ে মারপিট

পাবনায় আদালত চত্বরে আইনজীবীসহ দুই আসামীকে তুলে নিয়ে মারপিট

কামাল সিদ্দিকী: পাবনায় প্রকাশ্যে দিবালোকে আদালত চত্ত্বর থেকে এক আইনজীবী এবং জামিনে থাকা দুই আসামীকে তুলে নিয়ে নিয়ে মারপিট করেছে বাদিপক্ষের সন্ত্রাসীরা। আজ সোমবার দুপুরে পাবনার জজকোর্ট চত্ত্বরে এ ঘটনা ঘটে। পরে আইনজীবী সমিতি এবং পুলিশি তৎপরতায় আইনজীবি ও দুই আসামীকে ছেড়ে দেয় হামলাকারীরা। ভুক্তভোগীরা জানান, আজ পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে ১১৩/১৮ নং মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। শুনানী শেষে বিচারক দুই আসামী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের আবু সাঈদ মোলা ও শহিদ মোলার জামিন মঞ্জুর করেন। দুুপুরে মামলার আসামীপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম চৌধুরী দুই আসামীকে নিয়ে আদালত চত্ত্বর থেকে বের হওয়া মাত্র একই মামলার বাদী তানমিরা ইয়াসমিন আলিফ’র বাবা পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল লতিফের নেতৃত্বে ৯/১০ জন সশস্ত্র যুবক আইনজীবী সাইদুল ইসলামসহ ঐ দুই আসামীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে আসামী দুইজনকে রড দিয়ে বেদম মারপিট করতে থাকে। বিকেলে পুলিশ ও আইনজীবিদের তৎপরতায় অপহরনকারীরা আইনজীবী সাইদুল হক চৌধুরী এবং ঐ দুই আসামীকে ছেড়ে দেয়। চিকিৎসার জন্য তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবিরা। জেলা আইনজীবি সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল ও সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন লিটন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরে এমন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments