শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

ভূঞাপুরে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

আব্দুল লতিফ তালুকদার: ‘বাল্য বয়সে বিয়ে নয়-যৌতুক চাইলে সম্ভব নয়, মাদক মুক্ত যেন সমাজ হয়’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গি ও যৌতুক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠন। এতে অংশ নেয় এ বিদ্যালয়ের হাজারোও শিক্ষার্থীরা। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকরাম উদ্দিন তারা (মৃধা) অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ ও আবদুস ছাত্তার খান (বাবু), প্রতিভা ছাত্র সংগঠনের উপদেষ্টা মো. হাসান সরোয়ার লাভলু, সভাপতি মো. জহুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মিজানুর রহমান, মো. কামাল হোসেন, আব্দুল লতিফ তালুকদার, জুলিয়া পারভেজ, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হ্নদয়, প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিভা ছাত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা শেষে মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থী ও অন্যান্যরা। তারপর বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments