শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএ কেমন শত্রুতা! বিষ প্রয়োগে ৪লাখ টাকার মাছ নিধন

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগে ৪লাখ টাকার মাছ নিধন

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ পশ্চিমপাড়ায় হালিম মিয়া নামে দরিদ্র মৎস্যচাষীর শিং মাছের ৪০শতাংশ পুকুরে রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে ওই চাষীর প্রায় ৪লাখ টাকার শিং মাছ মরে ভেসে উঠেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে হালিম ও তার পরিবার। তিনি জানান, তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামে। তিনি পার্শ্ববর্তী গোগ গ্রামে আতিক মিয়ার কাছ থেকে ওই পুকুরটি ১লাখ টাকা জমা দিয়ে শিং মাছের চাষ করেছিলেন। উক্ত পুকুরে এক দেড়মাস আগে ৮০হাজার পোনা ১লাখ ৬০হাজার টাকায় কিনে পুকুরে ছাড়েন। ওই পোনা ৩-৪ইঞ্চি লম্বা হওয়া শিংমাছগুলো শুক্রবার সকালে খাবার দিতে গিয়ে দেখা যায় সবগুলো মরে ভেসে উঠেছে। তিনি পুকুরপাড়ে গ্যাসটো নামে ওষুধের ক্যান পড়ে রয়েছে বলেও জানান। তার দাবি হয়ত কেউ পুর্বশত্রুতার জেরে রাতের আঁধারে তার এতবড় ক্ষতি করেছে। ওই গ্রামের হারেছ মিয়া, আক্কাছ মিয়া জানান, পুকুরের সমস্ত মাছ মরে যাওয়ায় দরিদ্র মৎস্যচাষী হালিম খুবই ক্ষতির মুখে পড়েছেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুজ্জামান জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,

আপনার কাছ থেকে এ খবরটি পেয়েছি। ক্ষতিগ্রস্থ হালিম এখনো বিষয়টি জানায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments