বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় নিজেদের অর্থায়নে নির্মাণ হচ্ছে সড়ক

উল্লাপাড়ায় নিজেদের অর্থায়নে নির্মাণ হচ্ছে সড়ক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে নিজেদের অর্থায়নে একটি সড়কের নির্মাণ করা হচ্ছে। পৌর টার্মিনাল থেকে শহরের মধ্যে কম সময়ে ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়তে প্রায় বারো’শ ফুট পাকা সড়কটিতে আজ শুক্রবার থেকে মাটি ফেলা হচ্ছে। পৌর টার্মিনালের কাছাকাছি নগরবাড়ী মহাসড়কের পাশে স্থানীয় একটি গরুর খামার থেকে মাতৃসদন হাসপাতাল পর্যন্ত পায়ে হাটা সড়কটি ভ্যান, রিক্সা চলাচলের উপযোগী করতে মাটি ফেলে সড়ক করা হচ্ছে। স্থানীয় কলেজপাড়ার বসতিরা এতে অর্থের যোগান দিচ্ছে বলে জানা যায়। এর মুল উদ্যোগী ভ’মিকা নিয়েছেন কলেজপাড়ার বসতি তিনজন। এরা হলেন- আব্দুল বাতেন হিরু, সবুজ্জল হোসেন সবুজ ও মোহাম্মদ আলী। এদের একজন আব্দুল বাতেন হিরু প্রতিদিনের সংবাদকে জানান, শহর থেকে পৌর বাস টার্মিনাল কম সময়ে ভ্যান, রিক্সায় আসা যাওয়া করতে এ উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হয়েছে। কলেজপাড়ার বসতিদের অনেকেই এতে অর্থের যোগান দিচ্ছে। তিনি আরো জানান, প্রায় এক লাখ টাকা খরচ হবে এমন ধারনা নিয়েই কাজটি শুরু করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু জানান, স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় পৌরসভা থেকে এরই মধ্যে সড়কটি নির্মানে একটি প্রকল্প করা হয়েছে। এটি অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে কম সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি আরো জানান এতে পৌর টার্মিনাল ও শহরের মধ্যে দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এটি ছাড়াও পৌর টার্মিনালের সামনে থেকে শহরমুখী আরেকটি সড়ক নির্মান প্রকল্প ভুক্ত করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments