শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ বলেছেন ব্যাংকিং সেবা কার্যক্রমের ধরণ এখন পাল্টে গেছে । আগে মানুষ ব্যাংকে এসে নানাভাবে হয়রানীর শিকার হয়ে সময় অতিবাহিত করে সেবা নিতেন আর এখন মানুষের দ্বোরগোড়ায় দিয়ে তাদের সেবা দিতে হচ্ছে । মানুষ ঘরে বসেই সেবা পেতে চান । এই সেবা দিতে যারা কার্পণ্য করবেন যেসব কর্মকর্তাও বিরুদ্ধে অভিযোগ উথ্থাপিত হবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে । রোববার সকালে স্থানীয় মোটেলে জনতা ব্যাংক রংপুর বিভাগের সূচক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক শাখা সম্মেলন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।ব্যাংকের রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি জিকরুল হক । সিইও ব্যাংকের রংপুর বিভাগের প্রত্যেক এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের সাথে সরাসরি বিভিন্ন ব্যবসায়িক সূচকের বিপরীতে এ যাবৎ অগ্রগতি পর্যালোচনা করেন। যে সকল খাতে অর্জন ভাল সে ক্ষেত্রে এ ধারা অব্যাহত রাখা এবং যে সকল খাতে অর্জনের অগ্রগতি কাংখিত মাত্রায় হয়নি সে ক্ষেত্রে অর্জন বৃদ্ধির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেন। সকলকে স্বচ্ছতার সাথে ব্যাংকিং কর্মকান্ড পরিপালনের পরামর্শ প্রদান করেন। সন্মেলনে উপস্থিত ছিলেন চীফ ফিন্যান্সিয়াল অফিসার একএম শরীয়ত উল্লাহ (এফসিএ, এসিসিএ), কোম্পানী এ্যাফেয়ার্স ডিভিশনের জি এম হোসেইন ইয়াহিয়া চেধুরী, রাজশাহী ডিভিশনের জিএম আখতারুজ্জামান। সম্মেলনে রংপুর বিভাগের সকল এরিয়া প্রধান, নির্বাহীবৃন্দ এবং ৭৩টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments