শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

রংপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

জয়নাল আবেদীন: “জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার” এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরি রংপুরে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে । সকালে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে বণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । স্থানীয় সরকার সন্ত্রনালয়ের উপপরিচালক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান । বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবীর, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি আশরাফ বাবু । বক্তারা বলেন শিশু জন্মের ৪৫দিনের মাথায় জন্ম নিবন্ধন করলে কোন অর্থ লাগেনা তবে এরপর জন্মনিবন্ধন করলে সরকারি কেষাগারে অর্থ জমা দিতে হয় । ফলে শিশু জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধকরা করা প্রত্যেক অভিভাবকের উচিৎ । এ ক্ষেত্রে ইউনিয়ন সচিবদের ভুমিকা পালন অতি গুরুত্বপূর্ণ । বক্তারা বলেন সঠিকভাবে জন্মনিবন্ধন করা হলে আগামিতে কেউ বাল্য বিয়ের শিকার হবেনা । বয়স নিয়ে কেউ কোন প্রতারনার আশ্রয় নিতে পারবেনা । র‌্যালি এবং আলোচনা অনুষ্টানে জেলা ৮ উপজেলা থেকে আসা ৭৬টি ইউনিয়ন সচিব এবং ডিজিটাল সেন্টারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments