শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবজ্রপাত প্রতিরোধে সাঁথিয়ায় তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

বজ্রপাত প্রতিরোধে সাঁথিয়ায় তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

আব্দুদ দাইন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় তালবীজ রোপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপন উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। নাগডেমরা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। এ্যাড. টুকু বলেন, বজ্রপাত থেকে জনগণকে রক্ষা করার জন্য এই কর্মসুচি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প। ইউএনও সাঁথিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্র্রীর নির্দেশে দূর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এটি বাস্তবায়ন করছে। সাঁথিয়া উপজেলায় মোট একলাখ তালবীজ রোপনের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments