শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের পরিবারের কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন

পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের পরিবারের কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের ২০১৯-২০২০ অর্থ বছরের কারিগরী বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র এর সহযোগীতায় পায়রা বন্দর ওয়্যারহাউজে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ’র উপসচিব ও যুগ্ম পরিচালক (এস্টেট) খন্দকার নূরল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষ (ই), বিএন, প্রকল্প পরিচালক, ডিআইএসএফ প্রকল্প ক্যাপ্টেন এম. মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহম্মেদ, খেপুপাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সালেহ, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন, র্ডধসঢ়;প এর প্রশিক্ষণ টিম লিডার জেবা আফরোজ। ২য় পর্বে ১০১ জনকে প্রশিক্ষণ দেয়া হবে এর মধ্যে কম্পিউটার ট্রেনিং এ ৫০জন, ড্রাইভিং এ ৫১জন প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments