শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসারা দেশে দুইশ পেডি সাইলো নির্মান করা হচ্ছে: রংপুরে খাদ্য মন্ত্রী

সারা দেশে দুইশ পেডি সাইলো নির্মান করা হচ্ছে: রংপুরে খাদ্য মন্ত্রী

জয়নাল আবেদীন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা যাতে ধানের ন্যায্য মুল্য পায় সে জন্য সারাদেশে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই‘শ পেডি সাইলো নির্মান করা হচ্ছে। এর মধ্যে রংপুরে ২৫টি নির্মাণ করা হবে।এ গুলো নির্মিত হলে কৃষকরা ভেজা ধান সরাসরি সাইলো ফেনিং মেশিনে দিয়ে এক ঘন্টার মধ্যে শুকিয়ে সাইলোতে রাখতে পাবে। ফলে আমরা এই ধরনের চাল বিদেশে রফতানী করতে পারবো। তিনি মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগদান করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। খাদ্য মন্ত্রী বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন। আমরা খাদ্য রফতানীতে চলে যাচ্ছি। কিন্তু এবার আমরা অনেক বেশী চাল কিনেছি যার পরিমান ৪ লাখ টনেরও বেশী। এই চাল এক বছরের বেশী রাখা হলে নষ্ট হবার আশংকা থাকে। সে কারনে আমরা চাল সেনাবাহিনী, পুলিশ, বিজেবি, আনসার সহ বিভিন্ন বাহিনীকে রেশন দেবার পরও উদ্বৃত্ত চাল চৌকিদার দফাদার সহ আরো কিভাবে খরচ করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা করছি। তিনি বলেন, কৃষকদের সাথে সরাসরি ধান কেনার জন্য এবার আরো উদ্যোগ গ্রহন করা হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, ধান চাল কেনার সময় কিছু মধ্যস্বত্বভোগি সুযোগ নেয় কিন্তু এসব বন্ধ করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত মিলার চিহ্নিত করে তাদের মাধ্যমে চাল ক্রয় করছি। ধান ও চাল কেনার ব্যাপারে কোন অনিয়ম বরদাশত করা হবেনা বলে হুশিয়ারী দেন তিনি। সুস্থ সবল জাতি চাই, পুষ্টিমসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই' প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সৈয়দা সারওয়ার জাহান, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, আরপিএমপি কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি । সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এর আগে সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ননগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments