বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিজিবি‘র মাদক বিরোধী সেমিনার অনুষ্টিত

রংপুরে বিজিবি‘র মাদক বিরোধী সেমিনার অনুষ্টিত

জয়নাল আবেদীন: রংপুর: রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বুধবার দুপুরে “মাদক চোরাচালান ও ব্যবহার রোধে সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থান ও পূনর্বাসনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন” র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজিবি রংপুর রিজিয়নের ব্যবস্থাপনায় রংপুর সদর দপ্তরে সেমিনারে অংশ নেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাশেম, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, সেক্টর কমান্ডার কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমদু,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন, জেলা প্রশাসক আসিব আহসান, বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ আবু ইসাহাক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সেমিনারে মাদকের উৎস, বিস্তার ও সমাজে এর ক্ষতিকর প্রভাব, সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের উপর বিশদ আলোচনা ও মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments