শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইনে ২ জনের কারাদন্ড

সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইনে ২ জনের কারাদন্ড

মোঃ আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে নকলগুড় প্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে ভোক্তা অধিকার আইনে ২ জনের ১ মাস করে কারাদন্ডদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ডাদেশপ্রাপ্তরা হলেন- ঐ গ্রামের আঃ সামাদের পুত্র নুর আলম (৩৫) ও নুরুল হকের পুত্র জাহাঙ্গীর আলম (২১)। বিশষটি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া জানান, দন্ডপ্রাপ্তরা আখ (ইক্ষু) ছাড়াই দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের হাণিকর দ্রব্যাদি মিশিয়ে নকল গুড় প্রস্তুত করে তা বাজারজাত করণ করে আসছিল। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে তাদেরকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments