বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে অটো রিক্সা হারিয়ে এখন দিশেহারা আফজাল

বাউফলে অটো রিক্সা হারিয়ে এখন দিশেহারা আফজাল

অতুল পাল: ঋণের টাকায় কেনা অটোরিক্সা হারিয়ে এখন দিশেহারা আফজাল হাওলাদার (৪০)। প্রতিপক্ষ জসিম হাওলাদার গংরা তাকে মারধর করে অটোরিক্সাটি ছিনিয়ে নেয়। এই অটো রিক্সার আয় দিয়ে চলত আফজালের চার সদস্যর সংসার। বাউফল হাসপাতালে চিকিৎসাধিন আফজাল জানান, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে তার বাড়ি। তিনি পেশায় একজন দিন মজুরীর শ্রমিক। কয়েকদিন আগে এনজিও থেকে থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোরিক্সা কিনে নিজেই অটোরিক্সা চালিয়ে রোজগার করে কিস্তির টাকা পরিশোধ এবং সংসার চালান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধায় তিনি যাত্রীর জন্য উপজেলার দড়িয়াবাদ ডানিডা রাস্তায় অপেক্ষা করছিলেন। এসময় প্রতিপক্ষ জসিম হাওলাদারের নেতৃত্বে সোহাগ, হালিম, নাসির খান ও শাহিন তার উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বা পায়ের একটি অংশ থেতলে দিয়েছে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তার অটো রিক্সাটি নিয়ে যায়। স্থানীয় কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসেন। তার ১৩ শতাংশ জমি জবর দখল করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। শুক্রবার বাউফল হাসপাতালে গিয়ে দেখা গেছে, আফজাল হাওলাদার ব্যাথায় কাতরাচ্ছেন। তার সারা গায়ে জখমের চিহ্ন। বা পায়ে হাটুর উপরি অংশে ব্যান্ডেজ করা। পায়ের ওই অংশটি হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দেয়া হয়েছে। কান্না জড়িত কণ্ঠে আফজাল বলেন, লোনের কিস্তি, সংসারের খরচ, পোলার লেখাপড়ার খরচ আমি এ্যাহন কই পামু?’ আমি এ্যাহন কি করমু? গরিবের লইগ্যা কোন বিচার নাই? তবে এব্যপারে এখনো কোন অভিযোগ থানায় জানানো হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments