শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মেট্রোপলিটন এলাকাতেই গত এক বছরে ৫’শ ৮৩টি মাদক মামলা

রংপুরে মেট্রোপলিটন এলাকাতেই গত এক বছরে ৫’শ ৮৩টি মাদক মামলা

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় গত এক বছরের মোট মামলার ৫৪ ভাগই হয়েছে মাদকের মামলা। আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। বিকেলে কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভার দ্বিতীয় দিনে তিনি এ তথ্য জানান। পুলিশ কমিশনার বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত হওয়া মামলার ৫৪ ভাগ মাদক সংক্রান্ত। গত এক বছরে ৫’শ ৮৩টি মাদক মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ। এসবের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। তিনি বলেন, মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই পুলিশের অভিযানে মাদকদ্রব্য্য উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক হচ্ছে। এক বছরে ১০ হাজার ৬৯৪ পিচ ইয়াবা, ৪৩ হাজার ৮৫৮ কেজি গাঁজা, ৩২ হাজার ২১১ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৬ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে। জনসচেতনতা ও মাদক বিরোধি আন্দোলনেই মাদক নির্মূল সম্ভব। নতুন সড়ক আইন বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের সচেতনতামূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনের উর্দ্ধে কেউ নয়। পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, যত বড় নেতাই হোক না কেন, সবাইকে আইন মানতে হবে। এসময় যেকোন মোটরযানে পুলিশ, প্রেস, ডাক্তার, মুক্তিযোদ্ধা ইত্যাদি লেখা বেআইনী উল্লেখ করে সকলকে এসব লেখা সম্বলিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার ও রাখার পরামর্শ দিয়ে গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন পুলিশ কমিশনার। সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) একেএম ওহিদুন্নবী, সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি) শরীফ আল রাজীব, সহকারি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) রেজানুর বেগম, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাব হোসেন, সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. জমির উদ্দিন, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর জোন) মো. ফরহাদ ইমরুল আরপিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments