শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

জয়নাল আবেদীন: ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ – দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে বিভাগীয় নগরি রংপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে । সকালে আনুষ্টানিক উদ্ধোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব কে. এম. তারিকুল ইসলাম। আলোচনা অনুষ্টানে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান,রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মো: ওহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ ।সভায় বক্তারা বলেন ১ মিনিট ব্যাপ্তি কালের ১টি আগুন নেভাতে ১মিনিই যথেষ্ট।কিন্তু ৫মিনিটের একটি আগুন নেভাতে১হাজার লিটার পানি দিয়েও নেভানো সম্ভব নয় । তাই অগ্নিকান্ডের শুরুতেই আগুন নেভাতে সবাইকে সচেষ্ট হতে হবে ।শুধু তাই নয় প্রতি ৬মাস অন্তর অন্তর বাসা বাড়ির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা উচিৎ ।বক্তারা বলেন অসাবধানতাই দূর্ঘটনার অন্যতম কারন ।শীত এলেই আগুনে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যায় ।বিশেষ করে গ্রামাঞ্চলে শীতে আগুন পোহাতে গিয়ে এবং কয়েল জ্বালিয়ে রাতে ঘুমাতে গিয়ে অসাবধানতার ফলে অনেক ব্যাক্তি এবং পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখিন হন ।বক্তারা বলেন বাসাবাড়ি ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে ব্যাবসা প্রতিষ্টান বন্ধ করে যাওয়ায় অনেক সময় অগুনে ধরে বিপুল সম্পদের ক্ষতি হয় । তাই যেকোন দূর্যোগ মোকাবেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের এব্যাপারে সচেতন করে শিক্ষা দেয়া দরকার ।আর এই সচেতনতা এবং শিক্ষা প্রদান করতে পারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments