শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন

রাজাপুরে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক পুন:বিনিয়োগকৃত স্কিমে ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হাওলাদার উপস্থিত থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন করেন। উপজেলা সমাজসেবা অফিসার মো: মোজাম্মেল সহ অন্যান্য অফিসারগনের উপস্থিতিতে বুধবার (৬ নভেম্বর) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩৫ জন সুবিধাভোগীর মধ্যে প্রায় নয় লক্ষ টাকা বিতরন করা হয়। এক বছর মেয়াদি সুদমুক্ত ক্ষুদ্রঋণের রাজাপুর উপজেলায় সুবিধাভোগীর সংখ্যা প্রায় দুই হাজার। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের এই পল্লী সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে মোট ১৬ সদস্য বিশিষ্ট পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি (ইউপিআইসি) উপজেলা পর্যায়ে এ সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। রাজাপুর উপজেলার পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মদলে সুসংগঠিত করে ৬ টি ইউনিয়নে প্রায় ৪০ কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্র পুঁজি প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments