মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় দূর্যোগ ঝুঁকি থেকে রক্ষায় মাঠ মহড়া

কলাপাড়ায় দূর্যোগ ঝুঁকি থেকে রক্ষায় মাঠ মহড়া

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্র সান্নিধ্য হওয়ায় এবং জলবায়ূ পরির্বতনে বিরূপপ্রভাবে ঝড় জলোচ্ছাসের মত প্রাকৃতিক দূর্যোগের অধিক ঝুঁকিতে কলাপাড়া উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষ প্রাকৃতিক দূর্যোগে জীবনের ঝুঁকিনিয়ে বাস করে এবং থাকেন এক অজানা আতংকে। বুধবার শেষ বিকালে কলাপাড়ার দূর্যোগ কবলিত মানুষকে সচেতন করতে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এমহড়ায় কলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য দিয়ে ছবির মতো করে সাজানো হয় একটি সুন্দর গ্রাম। সহায় সম্পদে স্বাবলম্বী এই গ্রামের মানুষ গুলো হাসি আনন্দে দিন কাটাচ্ছে । কিন্তু দূর্যোগ বিষয়ে তাদের ধারনা না থাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোটা গ্রাম। ঘটে হতাহতের ঘটনা। এটা বাস্তবে নয়, নাটকের মাধ্যমে এই দূর্যোগের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সচেতন করতে গনসচেতনতামূলক এ মাঠমহড়া। এতে অংশ নেয় ঘূর্ণিঝড় প্রস্তৃুতি কর্মসূচীর স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, ব্রাক কর্মীরা। কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা মাঠমহড়ায় সার্বিক সহযোগীতা করেন। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও মহাসেন তান্ডবে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মানুষও ক্ষতিগ্রস্থ্য হয়। স্কুল কাম সাইক্লোন সেন্টার থাকলেও দূর্যোগকালীন সময়ে এ আশ্রয়কেন্দ্রগুলোতে না যাওয়া এবং অনেকেই আবহওয়ার সংকেত সম্পর্কে ধারণা না থাকার কারণে এখানকার দূর্যোগ ঝুঁকিতে থাকা প্রায় তিন লক্ষাধিক মানুষ দূর্যোগ হলেই ক্ষতিগ্রস্থ্য হচ্ছে সচেতনতার অভাবে। এ দূর্যোগ বিষয়ে মানুষকে সচেতন করতে বুধবার ব্রাক হিইম্যানিটেরি প্রোগ্রাম এর অর্থিক সহয়তায় কলাপাড়া উপজেলা সিপিপির আয়োজনে অনুষ্ঠিত হয় এই মাঠ মহড়া। যেখানে একটি সুখী গ্রামের মানুষ শুধু দূর্যোগ বিষয়ে জ্ঞান না থাকায় কীভাবে ক্ষতিগ্রস্থ্য হতে পারে মাঠ মহড়ার মাধ্যমে তা তুলে ধরা হয় হাজারো মানুষের উপস্থিতিতে। মাঠ মহড়ার প্রধান অতিথি কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, দূর্যোগের সময় সচেতন না হলে কী পরিনতি হয় মহড়ায় মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। সবাই সচেতন হলে কলাপাড়ায় দূর্যোগকালীন সময়ে ক্ষয়ক্ষতি ও প্রানহানী কমে যাবে। কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো, মনিবুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পরভিন সীমা, ব্রাকের দূর্যোগ ঝুঁকি হ্রাসএবং

মানবিক সহনশীলতা কর্মসূচী বিশেষজ্ঞ বিথুম মাজিদ ,সিপিপির উপজেলা টীম লীডার মোতালেব হাওলাদার প্রমুখ। ব্রাকের বিথুম মাজিদ বলেন,দূর্যোগ ঝুঁকি নিয়ে সম্মনিত ভাবে কাজ করে মানুষের মধ্যে সচেতন সৃষ্টি করতে পারলে দূর্যোগে ক্ষতি কমে আসবে। কলাপাড়া উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক মো. আছাদ উজ্জামান খান বলেন. নভেম্বর মাসে ঝড়ের সম্ভাবনা থাকে। তাই মানুষকে সচেতন করার জন্য তারা এই গনসচেতনতামূলক মাঠ মহড়া করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। কলাপাড়ার ১২টি ইউনিয়নে সিপিপির সেচ্ছাসেবকরা দূর্যোগ যেকোন মোকাবেলা জন্য তৈরি আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments