সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার কয়ড়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ এম. শাহজাহান আলীকে মাদরাসাটির জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রটি থেকে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমান নকল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান মাদরাসাটির জেডিসি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে অধ্যক্ষ শাহজাহান আলীকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন। কেন্দ্রটিতে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন। এদিকে আজ বৃহস্পতিবারে পরীক্ষা শুরু হওয়ার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে কেন্দ্রটিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুব হাসান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোসলেম উদ্দিন। এর আগে গতকাল কয়ড়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রটি থেকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে চার শিক্ষক বহিস্কার হন।