শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ১২ই নভেম্বরকে উপকূল দিবসের দাবি

লক্ষ্মীপুরে ১২ই নভেম্বরকে উপকূল দিবসের দাবি

তবারক হোসেন আজাদ: উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ১২ নভেম্বরকে উপকূল দিবস করার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতিতে পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাটে কমলনগর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসুচীর আয়োজন করা হয়। এছাড়াও সকাল ১০টায় রায়পুর শহরে ট্রাফিক মোড়ে স্বেচ্চা সেবি সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও সভা করা হয়েছে। রায়পুর মানব বন্ধনে স্বেচ্ছাসেবি সংগঠনের আহবায়ক তুহিন চৌধুরী ও কমল নগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যাবস্থাপক মো. সানা উল্লাহ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, চাইল্ড কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত রাজু, কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক সানা উল্লাহ সানু, আমজাদ হোসেন আমু, আবদুল আলম পিন্টু ও ওহাহিদুর রহমান মুরাদ প্রমুখ। এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান। এরআগে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা মহসিনসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহনে উপকূল দিবস দাবীতে হাজিরহাট বাজারে একটি র্যালী প্রদক্ষিণ করে। এদিকে রামগতি আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও রামগতির শারদাঞ্জলি ফোরাম যৌথভাবে এ দিবসের দাবিতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামান শীষ মজুমদার, প্রভাষক রনজিৎ দাস, লিংকনসাহা ও সাংবাদিক মিসুসাহা প্রমুখ।

প্রসঙ্গত; ১৯৭০ সালে ১২ নভেম্বর লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে সরকারি ভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এ দিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments